‘দাসত্বের চেয়ে মানুষ বড় ((rather be a human than a slave)’ স্লোগানে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির বন্ডাইয়ের বিভিন্ন রাস্তায় মিছিল করে আন্দোলনে নেমেছে একদল মাস্কবিরোধী।
প্রায় ৫০ জনের অংশগ্রহণে আয়োজিত এ মিছিল বন্ডাইয়ের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের ভেতরেও তাদের মিছিল নিয়ে যায়।
এর আগে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ধাপের সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার।
গত শনিবার থেকে রাজ্যের রাজধানীর বৃহত্তর সিডনিতে মাস্ক না পরলে ২০০ অস্ট্রেলীয় ডলার জরিমানার করার আইন করা হয়।
আর এই মাস্ক পরার বাধ্যবাধতার প্রতিবাদে বাধ্যতামূলক মাস্কবিধি কার্যকর হওয়ার প্রথম দিনেই সমাবেশ ও মিছিল করে।
এ নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হেজার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানতে পেরেছি, কিছু মানুষ বাধ্যতামূলক মাস্ক পরার বিধিটি পছন্দ করছেন না। যদি কারও মাস্ক পরতে ভালো না লাগে, তবে আপনি ঘরে থাকুন অথবা খোলা জায়গায় থাকুন। আপনার এমন জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, যেখানে আপনি অন্যদের বিপদে ফেলবেন।’
মাস্ক পরা নিয়ে ক্ষোভ অবশ্য এই নতুন নয়। আগেও হয়েছে। তবে করোনার নতুন স্ট্রেনের (new corona strain) ভীতির আবহে সিডনির এই মাস্ক-বিরোধী আন্দোলনই নতুন বছরে প্রথম।