ভারতের কৃষকদের আন্দোলন ন্যায়সংগত ও তাঁরা বেসরকারি পুঁজির হাতে জিম্মী হতে চায় না।
বাংলাদেশ যুব ইউনিয়নের নেতৃবৃন্দ এক সংহতি সমাবেশে আজ এসব কথা বলেন।
আজ (১ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন এক সংহতি সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপক শীল, যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বি খান, ব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইরান মোল্লা প্রমুখ।
সমাবেশ থেকে ভারতের কৃষকদের ন্যায়সংগত দাবি মেনে নেয়া ও কৃষকদের উপর দমন-পীড়ন, পুলিশী হামলা বন্ধের দাবি জানানো হয়।
এছাড়াও নেতৃবৃন্দ কৃষকদের এই আন্দোলনে সংহতি জানাতে বাংলাদেশসহ বিশ্বের সকল যুব-ছাত্র ও কৃষক সংগঠনকে আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকেই ভারতের রাজধানীর সীমানায় আছড়ে পড়েছে কৃষক বিক্ষোভ। ২০২০ সালে লাগু হওয়া নতুন কৃষি আইন বাতিলের দাবিতে পঞ্জাব, হরিয়ানা-সহ বেশ কয়েকটি রাজ্যের কৃষকরা যোগ দিয়েছেন আন্দোলনে।
কৃষক আন্দোলন সবচেয়ে বেশি সাড়া ফেলে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে। আইন প্রত্যাহারের দাবিতে শুরু হয় রেল ও সড়ক অবরোধ। এতেও কাজ না হওয়ায় সারা দেশের অধিকাংশ কৃষক সংগঠন ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেয়। কৃষক বিক্ষোভের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লি কার্যত অবরুদ্ধ হতে চলছে।