পাটকল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনার খালিশপুরে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২২ নভেম্বর) রোববার, বিকেল ৪টায় খালিশপুর জুট মিলস গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, ভুলনীতি-দুর্নীতি-লুটপাট বন্ধ, আধুনিকায়ন, বদলী-অস্থায়ী ও অবসরপ্রাপ্তসহ সকল শ্রমিক- কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবিতে এ কর্মসূচিটি পালিত হয়েছে বলে জানা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা শাখার সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক খান, গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, টিইউসি খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, ক্ষুধামুক্ত আন্দোলন খুলনার সংগঠক অধ্যাপক আহসান হাবিব, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা ইসমাইল হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনার আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, গণসংহতি আন্দোলন, ফুলতলা উপজেলা আহ্বায়ক মোঃ অলিয়ার রহমান, খালিশপুর থানা নেতা রাকিব শেখ বিপ্লব, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত কুমার মন্ডল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, ছাত্রনেতা ইশতিয়াক হোসেন ওমর, শ্রমিকনেতা শামসেদ আলম শমশের, সরদার মোহাম্মদ আলী, নওশের আলী, শামস শারফিন শ্যামন, লাকী আক্তার, নূর আলম, নিমাই ম-ল, মনির হোসেন, জাহাঙ্গীর সরদার, ফারুক হোসেন, জাকির সরদার, মোঃ চুন্নু শেখ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের আন্দোলন জারি থাকবে, যতদিন না পর্যন্ত রাষ্ট্রায়ত্ব পাটকল রাষ্ট্রের অধীনে চালু না হবে শ্রমিকরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবে।
সাথে সাথে নেতৃবৃন্দ মানবমুক্তির লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
উল্লেখ্য, একটি বিক্ষোভ মিছিল খুলনার খালিশপুর প্লাটিনাম গেট থেকে শুরু হয়ে ক্রিসেন্ট গেট হয়ে খালিশপুর জুট মিলস গেটে এসে সমাবেশ করে।