প্রস্তুতিবিহীন অনলাইন শিক্ষা কার্যক্রম স্থগিত ও শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার (২৪ আগস্ট) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন-সমাবেশ করে এই ছাত্র সংগঠনটি।
ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক কফিল উদ্দিন
মোহাম্মদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়,
ঢাকা মহানগর সংসদের সভাপতি জহর লাল রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাগীব নাঈম, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দার প্রমুখ।
সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ বলেন, অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় নতুন করে বৈষম্য তৈরি করা হচ্ছে এবং জোরপূর্বক বেতন ফি আদায়ের সুযোগ তৈরি করা হচ্ছে। করোনার এই মহামারিতে যখন সারাদেশে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ছে, তখন এই সংকট মোকাবেলায় আর্থিক সহায়তা প্রদান না করে অনলাইন ক্লাসের নামে বেতন ফি পরিশোধের জন্য অভিভাবকদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে সরকার। যদিও বড় বড় বুলি আওড়িয়ে অনলাইন ক্লাসকে স্বীকৃতি দেয়া হচ্ছে এবং এই ব্যবস্থার সাথে মানিয়ে নেয়ার কথা বলা কিন্তু তা বাস্তবায়নে কোন ধরনের ন্যূনতম প্রস্তুতি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেই।
নেতৃবৃন্দ বলেন, অর্থনীতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থী, যাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য আধুনিক প্রযুক্তি স্মার্ট ডিভাইস নেই, সব জায়গায় ইন্টারনেট সুবিধা নেই, সুবিধা থাকলেও ইন্টারনেটের খরচ বহন করার সামর্থ্য অনেক পরিবারের নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, অনলাইন কার্যক্রমে শিক্ষা কাঠামো, সিলেবাস, পরীক্ষাপদ্ধতি কিভাবে চলবে তার কোন সুনির্দিষ্ট রূপরেখা নেই। এই অবস্থায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগ করা প্রহসনের নামান্তর। এছাড়াও এই পদ্ধতি ‘টাকা যার শিক্ষা তার’ নীতির বাস্তবায়নের আরেকটি উপায়মাত্র।
মানববন্ধন সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাকালীন সময়ের বেতন ফি মওকুফ করতে হবে এবং অনলাইন ক্লাসের জন্য পর্যাপ্ত আয়োজন, প্রস্তুতি ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষাখাতের জন্য বিকল্প বাজেট প্রণয়ন করে সকল শিক্ষার্থীর অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ অথবা রাষ্ট্রীয়ভাবে তা পরিশোধের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায়, ছাত্র সমাজকে নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে সামনের দিনে ছাত্র ইউনিয়ন শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হবে।
মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ, সহ-সভাপতি জয় রায়, ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি তাহসীন মল্লিক, ঢাকা মহানগর সংসদের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজিফা জান্নাত প্রমুখ।