কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা-অস্ত্র।
শনিবার (২৫ জুলাই) শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী মোচনী লবণ মাঠ এলাকায় ছুরিখালের মোহনায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এইচ-৩৯ ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে মোহাম্মদ ফেরদৌস (৩০) ও একই ক্যাম্পের এইচ-২০ ব্লকের বাসিন্দা ছৈয়দ আহমাদের ছেলে আব্দুস সালাম (৩৫)।
বিজিবি বলছে, নিহতরা চিহ্নিত মাদক বিক্রেতা; তারা দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারে জড়িত।
মো. ফয়সল হাসান খান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেন। এক পর্যায়ে ২/৩ জন লোককে তীরে ভিড়তে দেখে তাদের থামার জন্য নির্দেশ দেয় বিজিবি। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিও পাল্টা গুলি করে। এক পর্যায়ে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিবির ৩ সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, ১ টি দেশীয় বন্দুক ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।