লাদাখে ভারত-চীন সীমান্তে দুই পক্ষের সৈন্যদের মধ্যে সংঘর্ষে ভারতের এক সেনা কর্মকর্তা ও দুই সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (১৫ জুন) রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
কয়েক দশক পর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হিমালয় পর্বতের পশ্চিমাংশের লাদাখে গত কয়েক সপ্তাহ ধরে ভারত ও চীনের সামরিক বাহিনী পরস্পর মুখোমুখি অবস্থান নিয়ে আছে। এর আগে দুপক্ষের মধ্যে হাতাহাতি হলেও রক্তপাতের কোনো ঘটনা ঘটেনি।
এবারের সংঘর্ষের ঘটনাটি লাদাখের গলওয়ান উপত্যকায় ঘটেছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
দুই পক্ষের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বৈঠকে বসে উত্তেজনা নিরসনের চেষ্টা করেছেন বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে চীনা সৈন্যদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল ও দুই জওয়ান নিহত হওয়ার কথা বলা হয়েছে।
এ ঘটনার বিষয়ে তারা কিছু জানে না বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু ঘটনার প্রতিক্রিয়ায় ভারতকে একতরফা কোনো পদক্ষেপ নেয়ার বিষয়ে সতর্ক করে ঝামেলা আর না বাড়াতে বলেছে তারা।