করোনা মহাবিপর্যয়ে বিশ্বের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিসমূহ জনগণের স্বাস্থ্য ও অধিকার রক্ষার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ৫৭ টি পার্টি করোনা ভাইরাসের দ্বারা সৃষ্ট মহাবিপর্যয়ে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ঐকমত্য অবস্থান গ্রহণ করেছে।
বিবৃতিতে পার্টিসমূহ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মি এবং আক্রান্ত উভয় পক্ষের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং পুঁজিবাদী গণবিরোধী স্বাস্থ্যনীতির ফলে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পুঁজিবাদী রাষ্ট্রসমূহের ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে।
পার্টিসমূহের যৌথ বিবৃতির পূর্ণ বিবরণে বলা হয়:
কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিসমূহের জনগগণের প্রতি কর্তব্য রয়েছে। শ্রমিক শ্রেণি ও সমাজের নিম্নবিত্ত বৃহত্তর অংশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামের অগ্রসেনানী হিসাবে বর্তমান পরিস্থিতিতে আমরা সর্বত্র স্বাস্থ্য সুরক্ষার জন্য অবিলম্বে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিশ্চিত করার সংগ্রামে নিয়োজিত রয়েছি। সমস্ত সমস্যা ও সংকট মোকাবেলা করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মিরা করোনার বিরুদ্ধে যেভাবে লড়ছেন তার জন্য আমরা তাদেরকে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা কোভিড-১৯ দ্বারা আক্রান্তদের প্রতি সংহতি জানাই এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
যখন ইউরোপীয় ইউনিয়ন নিস্ক্রিয় তখন সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশসমূহে চীন, কিউবা, রাশিয়ার মত দেশগুলো থেকে সুরক্ষামূলক উপকরণ এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মি প্রেরেণর জন্য তাদেরকে অভিবাদন জানাই।
কোভিড-১৯ মহামারী করুণভাবে পুঁজিবাদী দেশসমূহের স্বাস্থ্য ব্যবস্থার বিপুল ঘাটতিকে উন্মোচিত করেছে যা করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আগেও ছিল। চলমান সংকটগুলো দুর্ঘটনাক্রমে ঘটেনি, একচেটিয়া গোষ্ঠীর মুনাফা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যখাতকে বেসরকারীকরণ ও বাণিজ্যিকিকরণের জন্য অনুসৃত গণবিরোধী নীতির ফল এটি। এই নীতি অনুসরনের কারণে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দক্ষতাকে অস্বীকার করা হয়েছে যা আজ জনগণের স্বাস্থ্যসেবায় কাজে লাগতে পারতো। আজকের অভিজ্ঞতা পুঁজিবাদের সমাজবিরোধী এবং পরজীবী চরিত্রের পুনরায় প্রকাশ ঘটিয়েছে এবং সমাজতন্ত্র ও জনগণের প্রয়োজন নির্ভর বিজ্ঞানভিত্তিক কেন্দ্রীয় পরিকল্পনার শ্রেষ্ঠত্ব আরেকবার ঘোষণা করেছে যা প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রতিষেধক, হাসপাতাল, মেডিক্যাল ও নার্সিং স্টাফ, ঔষধ, পরীক্ষাগার, মেডিক্যাল টেস্ট এবং জরুরি স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে পারে।
পূর্ব থেকেই বিদ্যমান বিশ্ব অর্থনীতির মন্দাবস্থা এখন করোনা ভাইরাসের কারণে আরো খারাপ হবে। তথাকথিত ঐক্যে’র আওয়াজ দিলেও একচেটিয়া পুঁজির সমর্থক সরকাগুলো যে নীতি গ্রহণ করবে তাতে সমস্ত বোঝা চাপবে শ্রমিক শ্রেণি ও সমাজের নিম্নস্তরের মানুষদের উপর।ব্যক্তিগত দায়বদ্ধতা’ রাষ্ট্র এবং সরকারের দায়বদ্ধতা কাভার করার অজুহাত হিসাবে ব্যবহার করা যায় না। আজ প্রতিটি দেশে একচেটিয়া গোষ্ঠীগুলোকে সমর্থনকারী সরকার ও তাদের নীতির বিরুদ্ধে জনগণের সংগ্রাম গড়ে তুলতে হবে।
কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিসমূহ করোনা মহাবিপর্যয় মোকাবেলায় যেসব দাবি ও করণীয়সমূহ উত্থাপন করছে-
১) রাষ্ট্রীয় তহবিল গঠন করে অবিলম্বে জনস্বাস্থ্য ব্যবস্থা জোরদার করতে হবে, পূর্ণ শ্রম অধিকার নিশ্চিত করে সার্বক্ষনিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মি নিয়োগ দিতে হবে, সকল সুবিধাসহ প্রয়োজনীয় নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ), প্রয়োজনীয় সংখ্যক টেস্টিং ল্যাব খুলতে হবে।
২) রাষ্ট্র কর্তৃক বিনামূল্যে সকল নাগরিককে মাস্ক, গ্লোভস, অ্যান্টিস্যাপটিক সরবরাহ করতে হবে। অসাধু ব্যবসায়িদের অতি মুনাফা করার প্রবণতাকে রুখতে হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মিদের সকল সুরক্ষা উপকরণ রাষ্ট্রীয় তহবিল থেকে বিনামূল্যে সরবরাহ করতে হবে।
৩) শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের আয় নিশ্চিত করতে হবে। কোভিড-১৯ এর জন্য চলমান কর্মহীনতার কারণে শ্রমজীবী মানুষের মজুরি কর্তন করা চলবে না। করোনা অব্যবহতিকালে কোন শ্রমিককে কর্মচ্যুত করা যাবে না। কর্মক্ষেত্রে শ্রমিক- কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে সার্বক্ষনিক নজরদারি বজায় রাখতে হবে।
৪) করোনা ভাইরাস মহাবিপর্যয়ের অজুহাত তুলে কোন অবস্থাতে জনগণের মৌলিক অধিকার খর্ব করা যাবে না।
৫) সকল অর্থনৈতিক অবরোধ তুলে নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের অবরোধ অন্যায় এবং অপরাধ। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
আমরা ন্যাটো ও অন্যান্যদের সকল ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সামরিক মহড়ার বন্ধের দাবি জানাই এবং সামরিক বাজেটের রবাদ্দ জনগণের প্রয়োজন মিটানোর জন্য জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতসমূহে ব্যয় করার দাবি জানাই।
যে সকল কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিসমূহ বিবৃতিতে স্বাক্ষর করেছেন:
Communist Party of Albania
Communist Party of Argentina
Communist Party of Australia
Party of Labour of Austria
Communist Party of Azerbaidjan
Communist Party of Bangladesh
Brazilian Communist Party
Communist Party of Britain
New Communist Party of Britain
Party of the Bulgarian Communists
Communist Party of Canada
Communist Party of Chile
Socialist Workers Party of Croatia
AKEL, Cyprus
Communist Party of Bohemia & Moravia
Communist Party in Denmark
Egyptian Communist Party
Communist Party of Finland
Unified Communist Party of Georgia
German Communist Party
Communist Party of Greece
Hungarian Workers Party
Communist Party of India
Tudeh Party of Iran
Workers Party of Ireland
Communist Party of Ireland
Communist Party (Italy)
Jordanian Communist Party
Socialist Movement of Kazakhstan
Workers Party of Korea
Lebanese Communist Party
Socialist Party (Lithuania)
Communist Party of Malta
Communist Party of Mexico
Communist Party of Norway
New Communist Party of the Netherlands
Communist Party of Pakistan
Palestinian People’s Party
Palestinian Communist Party
Paraguayan Communist Party
Communist Party of Poland
Portuguese Communist Party
Philippines Communist Party [PKP 1930]
Romanian Socialist Party
Communist Party of the Russian Federation
Russian Communist Workers Party
Communist Party of the Soviet Union
New Communist Party of Yugoslavia
Communists of Serbia
Communist Party of the Workers of Spain
Communists of Catalonia
Communist Party of Swaziland
Communist Party of Sweden
Syrian Communist Party
Communist Party of Turkey
Communist Party of Ukraine
Union of Communists of Ukraine
Communist Party of Venezuela