করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোংলা সমুদ্র বন্দরে আসা বিদেশি একটি বাণিজ্যিক জাহাজের ৩ জন নাবিককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইসাথে পণ্য খালাস-সহ ওই জাহাজের সকল কার্যক্রম বন্ধ রাখতে বলেছে বন্দর কর্তৃপক্ষ।
স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা পাওয়ায় জাহাজের অভ্যন্তরেই তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই ৩ নাবিক ফিলিপাইনের নাগরিক।
জানা যায়, ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বুধবার রাতে চট্টগ্রাম হয়ে বিদেশি জাহাজ এমভি সেরেনি টাস-এন মোংলা বন্দরের হারবারিয়ায় নোঙ্গর করে।
নিয়ম অনুযায়ী রাতেই করোনা শনাক্ত মেডিকেল টিম জাহাজটিতে প্রবেশ করে। এসময় ৩ ফিলিপাইন নাবিকের শরীরে ১শ ডিগ্রির ওপরে তাপমাত্রা শনাক্ত করা হয়।
মোংলা পোর্ট হেলথ অফিসার সুফিয়া খাতুন বলেন, বুধবার রাতে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসলে আমরা করোনাভাইরাস শনাক্তে জাহাজে প্রবেশ করি। জাহাজে থাকা নাবিকদের পরীক্ষা নিরীক্ষা করে ৩ জন নাবিকের শরীরে ১শ ডিগ্রির ওপরে তাপমাত্রা পাওয়া যায়। আমরা ওই নাবিকদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলি।
বৃহস্পতিবার সকালে পুনরায় জাহাজে তাদেরকে পরীক্ষা করে দেখা যায় দুইজনের শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়েছে। অন্য একজনের শরীরে কিছুটা জ্বর রয়েছে। তারপরও তাদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে বলে জানান এই হেলথ অফিসার ।