ইরানে করোনাভাইরাসে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জন। যা চীনের বাইরে সর্বোচ্চ।
বুধবার (০৪ মার্চ) পর্যন্ত ইরানে ভাইরাসটিতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২২ জনে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ৯২ জন হয়েছে। যেখানে একদিন আগে ছিল ৭৭টি করুণ মৃত্যু। একইসঙ্গে এই ভাইরাস সংক্রমণের হারও বেড়েছে। যা ইতোমধ্যেই দুই হাজার ৯২২ জনের সংখ্যায় অবস্থান করছে।
ইরানে ভাইরাসটিতে শুধু সাধারণই আক্রান্ত হচ্ছেন- তা কিন্তু নয়। দেশটির সরকারের উচ্চপর্যায়ের লোকেদেরও রেহাই মিলছে না। এরইমধ্যে দেশটির ২৯০ সংসদ সদস্যকে পরীক্ষা করার পর ২৩ জনের মধ্যে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এছাড়া এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যুও হয়েছে উচ্চপর্যায়ের।
গত সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে প্রাণ হারিয়েছেন ভ্যাটিকান সিটিতে ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরো শাহী। আক্রান্ত হয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছিও।