বর্তমান সরকারের দুঃশাসন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও ব্যর্থ নির্বাচন কমিশনের (সিইসি) পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টায় গাইবান্ধা শহরে বিক্ষোভ করে সিপিবি।
মিছিলটি সিপিবি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষে হয়।
পরে ১নং রেল গেইট এ এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশ্যাল,
ছাত্রনেতা পংকোজ সরকার, ওয়ারেছ সরকার প্রমুখ।
নেতৃবৃন্দ বর্তমান সরকারের দুঃশাসন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতিরোধসহ ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানিয়ে দ্বিদলীয় বৃত্তের বিপরীতে বাম বিকল্প রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।