ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৪ শিক্ষার্থীকে শিবির সন্দেহে রাতভর ছাত্রলীগের মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে শুরু করে সার্জেন্ট জহুরুল হক হলের সামনে কিছুক্ষণ অবস্থান করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র মিছিলটি।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমার নিজের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত ছাত্রলীগের হামলার শিকার হতে হয়েছে আমাকে । বিরোধী মত পোষণ করলে তার উপর নেমে আসে ছাত্রলীগের দমন পীড়ন। ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন থেকে কেউ রেহাই পাচ্ছে না।
তিনি বলেন, আপনারা দেখেছেন ঢাকা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্ররা নির্যাতিত হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সেই নির্যাতন প্রতিরোধে বা শিক্ষার্থীদের নিরাপত্তায় কোন পদক্ষেপ নিতে আমরা দেখিনি।