
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি, প্রখ্যাত শ্রমিকনেতা, কমরেড মনজুরুল আহসান খানসহ বিভিন্ন স্থানে সিপিবির নেতাকর্মীদের ওপর সরকারি সন্ত্রাসী বাহিনী ও পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে শান্তিনগরে প্রতিবাদী বিক্ষোভ পালিত হয়, সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে সেখানে হামলা করে ছাত্রলীগ ।
ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয় শ্রমিকনেতা মঞ্জুর মইন ও ছাত্র ইউনিয়ন সাধারন সম্পাদক অনিক রায়।
অনিক রায়ের ওপর হামলার প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল বের করে ছাত্র ইউনিয়ন , মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কার্যে এসে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সমাবেশ। সমাবেশ থেকে কেন্দ্রীয় সহসভাপতি দিপকশীল বলেন, দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের সাথে নিয়ে দূর্বার আন্দলন গড়ে তুলবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফাহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পাদক জাহিন, ঢাকা মহানগরের সভাপতি জওর লাল রায় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ।
এস আর/১৯১১২৯