ঢাকার প্রাক্তন মেয়র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন তার মৃত্যুতে দেশ তার এক বীর সন্তানকে হারিয়েছে।
দেশের মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে তিনি অনন্য ভূমিকা পালন করেছিলেন। ব্রাদার্স ইউনিয়নসহ দেশের ক্রীড়া জগতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঢাকার মেয়র হিসেবেও তিনি বেশকিছু জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
বিবৃতিতে তিনি প্রয়াত সাদেক হোসেন খোকার সংগ্রামী দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকাহত পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।