চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় গোলাগুলির ঘটনায় নিহত মো. আইয়ুব (২৬)। তার বাড়ি হাটহাজারি উপজেলার কুয়াইশ এলাকায়।
স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, পাঁচদিন আগে কালুরঘাট বিসিক এলাকায় এক নির্মাণ শ্রমিককে ছুরি মেরে হত্যার ঘটনায় আইয়ুব পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন।
আইয়ুবের বিরুদ্ধে চান্দগাঁও ও হাটহাজারী থানায় ছিনতাই, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। অনন্যা আবাসিক এলাকার নির্জন স্থানে আইয়ুবের নেতৃত্বে একদল ছিনতাইকারী অবস্থান নিয়েছে খবর পেয়ে থানা পুলিশের একটি দল সেখানে যায়।
“এসময় পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
গোলাগুলির এক পর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে গেলে তাদের একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ২৫ সেপ্টেম্বর, এলাকার বাচ্চু হাওলাদার নামে এক নির্মাণ শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার সময় ছিনতাইয়ের শিকার হয়। সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা বাচ্চুকে ছুরি মেরে হত্যা করে।
হত্যাকাণ্ডটি তদন্ত করে ঘটনার সঙ্গে আইয়ুবের সম্পৃক্ততা পেয়েছিল বলে দাবি করে পুলিশ।