মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা, মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর অন্যতমসংগঠক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ আজ ২৩ আগস্ট সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদ এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ সারাজীবন এদেশের শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তির লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামেও তাঁর অবদান অনন্য। মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী পরিচালনাসহ সমাজতান্ত্রিক বিশ্বের দেশগুলিকে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন প্রদানে তাঁর ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক মোজাফফর আহমদ এর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক বিপ্লবীকে হারাল। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।