ঢাবি’র ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। সমাবেশে নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের সুবিধার্থে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানায়।
বুধবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্র জোট । মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পথ পরিদর্শন করে, উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয়, পরে সেখানে সমাবেশ করেন ছাত্র জোট ।
সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়- ছাত্র ইউনিয়ন’ সভাপতি ফয়েজ উল্লাহসহ জোটভুক্ত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফর্মের মূল্য ১০০ টাকা বাড়ানো হয়েছে। পূর্বে ৩৫০ টাকা থাকলেও অজানা কারণে ৪৫০ টাকা করা হয়েছে। পরীক্ষা দিতে আসা দরিদ্র ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের বড় অংকের টাকা খরচ করতে হয় পরিবহন, বাসস্থান ও খাবারে। এর সঙ্গে ফর্মের মূল্যবৃদ্ধি তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করবে বলে মনে করে ছাত্র জোটের নেতারা ,একই সাথে এই মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপাচার্য আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ভর্তি ফরমের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান। একই সাথে ভর্তি ফরমের নির্ধারিত অতিরিক্ত মূল্য প্রত্যাহার করা না হলে, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ ।