
নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
এই আগুনের আতঙ্ক ছড়িয়ে পরে বস্তির পাশেই অবস্থিত একটি সিএনজি স্টেশনে থাকা মানুষদের মাঝেও। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও বস্তিবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারের কাছে সিএনজি পাম্প সংলগ্ন জলাধারের ওপর বাঁশ ও টিন দিয়ে তৈরি ভাসমান ওই বস্তিতে বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদামসহ অন্তত ৭০টি ঘর পুড়ে গেছে। ওই বস্তিতে কয়েক মাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০/৩৫টি ঘর পুড়ে যায়।