“আমাদের যত শান্তির গান, যত সমতার মন্ত্র/ জুঁইফুল হয়ে ফুটবে তারা, ভাঙবে পুরুষতন্ত্র”- এই স্লোগানকে ধারণ করে আগামী (৩ নভেম্বর) মঙ্গলবার সংগঠনের ৪০তম কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ (৩১ অক্টোবর) শনিবার রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে কাউন্সিলের প্রস্তুতি বিষয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি জহরলাল রায় একতা টেলিভিশনকে এসব তথ্য প্রদান করেন।
জহরলাল রায় আরো বলেন, “এবারে করোনা মহামারির পরিবর্তীত পরিস্থিতিতে বড় আঙ্গিকে সম্মেলন করা স্মভব হচ্ছে না। আবার কমিটির মেয়াদও উত্তীর্ণ হওয়ায় কাউন্সিল করা জরুরি হয়ে পড়েছে। যেকারণে অল্প সময়ে অল্প প্রস্তুতিতে প্রতিনিধিদের উপস্থিতিতে এবারে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনেই সংগঠনটির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানা যায়।