sexy porn hot porn free porn xxx xxxx sex videos Hindi Porn hd sex xxx porn xxx video porn tube Porn Tube
HD sex
rujizz
video porno
xxx hd porno
free porn
free porn
jizzru

সেঁচের পানি না পেয়ে আবারও কৃষকের আত্মহত্যা, কৃষক সমিতির প্রতিবাদ

বারবার ধরনা দিয়েও সেঁচের পানি না পেয়ে কীটনাশক বিষপান করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বর্ষাপাড়া গ্রামের মুকুল সরেন (৩৫) ক্ষোভে আত্মহত্যা করেছেন।

কৃষকের আত্মহত্যার ঘটনায় বাংলাদেশ কৃষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে।

বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. এসএমএ সবুর ও সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন এক বিবৃতিতে আদিবাসী কৃষক মুকুল সরেনের আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নেতৃবৃন্দ একইসাথে সেঁচের পানি বিতরণে বরেন্দ্র কর্তৃপক্ষের অনিয়ম হয়রানি দুর্নীতি বন্ধের দাবিও জানান।

উল্লেখ্য, গতকাল বরেন্দ্র কর্তৃপক্ষের সেঁচ অপারেটর বাবু’র কাছে সেচে পানির চাইলে নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা দাবি করে হয়রানি করে অপারেটর। সময়মতো পানি না পেয়ে জমির বোরো ধান নষ্ট হয়ে যাওয়ায় চরম হতাশাগ্রস্ত হয়ে কষ্টে ক্ষোভে জমিতেই বেলা ১২ টায় কীটনাশক বিষপান করেন।

আজ হাসপাতালে আদিবাসী কৃষক মুকুল সরেন মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, গত বছর ২১ মার্চ দুই আদিবাসী কৃষক ভাই রবি মার্ডি ও অভিনাথ মার্ডিও বারবার সেঁচের পানি চেয়ে না পেয়ে জমিতেই কীটনাশক বিষপান করে আত্মহত্যা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published.