সীতাকুণ্ডে পাহাড়ধস, হতাহতের খবর পাওয়া যায়নি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সলিমপুর ইউনিয়নের সমদ্দরপাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি। তবে পাহাড়ঘেঁষা নির্মাণাধীন ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে পাহাড়ধসের এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, চট্টগ্রাম নগর পুলিশের এক সদস্য সম্প্রতি পাহাড় কেটে প্লট বানাচ্ছিলেন। আজ সেই অংশটি ধসে পড়েছে। তবে ওই পুলিশ সদস্যদের নাম কেউ জানাতে চাননি।