সিলেটের ডুংশী ও খড়ারিয়া গ্রামে সিপিবির ত্রাণ বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ডুংশ্রী গ্রাম ও খড়ারিয়া গ্রামের বন্যার্ত পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ-সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, সয়াবিন তেল ও লবন বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘ।
ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল (২৩ জুন), বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা কমিটির উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন সুমন, প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় নেতা মাধব রায়, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল প্রমুখ ত্রাণ তৎপরতায় উপস্থিত ছিলেন।