সিপিবি নড়াইল জেলার সাবেক সভাপতি খন্দকার শওকত প্রয়াত, সিপিবির শোক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), নড়াইল জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শওকত প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ (২০ জুন) এক বিবৃতিতে খন্দকার শওকতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ লড়াকু কমরেডকে হারালাম। মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম ও প্রাণ-প্রকৃতি রক্ষায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবেন বলে নেতৃবৃন্দ বিবৃতিতে জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শওকত সিপিবি’র দায়িত্ব পালনের সাথে সাথে কৃষি, নদী, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত নিবেদিত হয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।