সিপিবি কার্যালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত মি. ফ্যাম ভিয়েত চিয়েন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতে গতকাল পার্টির কার্যালয় মুক্তি ভবনে আসেন।
২৭ জুন ২০২২, সোমবার বিকেলে ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত মুক্তি ভবনে আসেন।
সিপিবি সভাপতিও ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূতকে ফুল দিয়ে পার্টি অফিসে স্বাগত জানান। মান্যবর রাষ্ট্রদূত পার্টির সভাপতি কমরেড মোঃ শাহ আলমকে ভিয়েতনামের সরকার ও পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সিপিবি’র সভাপতি মোঃ শাহ আলম বলেন, আলোচনাকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আগামীদিনে সিপিবি ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলেও কমরেড শাহ আলম বলেন।
এসময় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো: শাহ আলম ছাড়াও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য কমরেড শামসুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং ভিয়েতনাম দূতাবাসের পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।