সারের দাম-বৃদ্ধি: ১৫ এপ্রিল শনিবার দেশব্যাপী সিপিবি’র বিক্ষোভ
আবারো সারের দাম-বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আগামী (১৫ এপ্রিল, ২০২৩), শনিবার দেশব্যাপী এ-কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সভা পার্টির সভাপতি কমরেড মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহ সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহিন রহমান, কমরেড এ.এন.রাশেদা।
আজ (১২ এপ্রিল, ২০২৩) সকাল ১১ টায় প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুঃশাসন হঠানো, ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গণ-আন্দোলন, গণ-সংগ্রামের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনে দাবি আদায় করতে হবে। একইসাথে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী অপশক্তির তৎপরতা রুখে দাড়াতে হবে।
সভায় দেশ ও জনগণের শত্রু, গণতন্ত্রহীনতা, পুজিবাদী শোষণ-লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।