সাভারে রিকশায় বাসের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩
সাভারের আশুলিয়ায় একটি বাসের ধাক্কায় রিকশা যাত্রী মা-মেয়েসহ রিকশা চালক নিহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই নুরুল হুদা।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী মালেকা বেগম (২৬), তার মেয়ে ফাতেমা বেগম (৪) ও রিকশা চালক টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে জুয়েল রানা (৩৮)।
এসআই নুরুল হুদা বলেন, নিহত মালেকা বেগম আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। সকালে ওই এলাকা থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় করে মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন তিনি। পথে মানিকগঞ্জগামী ‘কাবা পরিবহনের’ একটি দ্রুতগামী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও চালক মারা যান।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।
তিনি বলেন , বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।