sexy porn hot porn free porn xxx xxxx sex videos Hindi Porn hd sex xxx porn xxx video porn tube Porn Tube
HD sex
rujizz
video porno
xxx hd porno
free porn
free porn
jizzru

সাগরের তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তি দেশবাসীর সম্মুখে প্রকাশের দাবি

সাগরের তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তি দেশবাসীর সম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

মার্কিন কোম্পানি এক্সন মবিলকে গভীর সমুদ্রের ১৫টি ব্লক অনুসন্ধানের দায়িত্ব দেয়ার খবর জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার বিষয়টি দৃষ্টি গোচর হলে বাম জোটের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ দাবি জানান।

২৮ এপ্রিল ২০২৩, শনিবার বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক বিবৃতি প্রদান করেন।

সমুদ্র সীমা নির্ধারণের দীর্ঘ ১০ বছরাধিককাল অতিবাহিত হওয়ার পরও সাগরের গ্যাস-তেল অনুসন্ধান শুরু করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত সমুদ্র সীমানার অদূরে গ্যাস উত্তোলন করলেও আমরা কেন পারিনি তার কোন জবাবদিহিতা সরকারের নাই।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদের মালিক দেশের জনগণ। ফলে তেল-গ্যাস-খনিজ সম্পদের উপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করেই সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিতে হবে।

ব্যত্যয় হলে কিংবা জাতীয় স্বার্থ বিরোধী কোন উদ্যোগ জনগণ মেনে নেবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন বাম জোট নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.