সাংবাদিক খাশোগি হত্যার দায় আমার: সৌদি যুবরাজ
তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায় স্বীকার করেছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবিএস চ্যানেলে প্রচারিত হতে যাওয়া এক ডকুমেন্টারিতে একথা বলেছেন সৌদি যুবরাজ। তিনি বলেন, খাশোগি হত্যার সব দায় আমার, কারণ আমার শাসনামলেই এই হত্যা হয়েছে।
খাশোগি হত্যার এক বছর পূর্তি উপলক্ষে আগামী ১ অক্টোবর প্রচারিত হবে ওই ডকুমেন্টারিটি।
গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন অনুসন্ধানী সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি। তিনি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন।
এই হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন সৌদি যুবরাজ ও তার ঘোষিত অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা।