শিশুদের পরীক্ষামূলক টিকা কার্যক্রম শুরু
আজ পরীক্ষামূলকভাবে শিশুদের টিকা দেওয়া শুরু করা হলো।
দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘এ টিকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের অন্য দেশেও শিশুদের দেওয়া হচ্ছে। এই টিকা নিরাপদ। আমরা চাই আমাদের শিশুরা নিরাপদে থাকুক।’
মানিকগঞ্জের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়। এর মধ্যে মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৫০ জন, মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ জন, সদর উপজেলার গড়পাড়া এলাকার জাহিদ মালেক উচ্চবিদ্যালয়ের ১০ জন এবং আটিগ্রামের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী রয়েছে। টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য শিশুশিক্ষার্থীদের আলাদা কক্ষে এক ঘণ্টা করে রাখা হয়।