শিক্ষা দিবসে সুনামগঞ্জ কলেজ ছাত্র ইউনিয়নের শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা
শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট না থাকলেও অলিখিত শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টে চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা। টাকা পয়সা ওয়ালারা পড়াশুনা করছে অপর দিকে কৃষক-শ্রমিক- মজুরের সন্তানরা টাকার অভাবে উচ্চ শিক্ষা নিতে পারছে না বলে মহান শিক্ষা দিবসে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়।
১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) মহান শিক্ষা দিবসে কলেজ ছাত্র ইউনিয়নের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের ছেলেদের জন্য কোনো হোস্টেল নেই। মেয়েদের হোস্টেল থাকলেও প্রায় সাড়ে ১০ হাজার টাকা দিয়ে হোস্টেলের সিট নিতে হয় যা গবীর শিক্ষার্থীদের দেয়ার সামর্থ্য নেই।
৫৭ তম মহান শিক্ষা দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় কলেজের শহীদ মিনারে সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দূর্জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই সরকারের সঞ্চালনায় সভায় আলোচনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি, কলেজ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক সানন্দ বর্মণ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাফিয়া আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র নেতা রাসেল, ইলিয়াস, মুসানূর, জিহাদ, সুইটি আক্তার প্রমুখ।