শিক্ষা দিবসে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের আলোচনা সভা
৫৭তম শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা শহর সংসদের উদ্যোগে আগ্রাসী শিক্ষার দৈন্যদশায় শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে শহর সংসদের সহ-সভাপতি মান্না খান জনি’র সভাপতিত্বে ও তাজিম রহমান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সংসদের অন্যতম নেতা আবুবকর সিদ্দিকী নাদিম, সভাপতি মিঠুন শর্মা, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, অনুপ সাদী ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নূর উজ্জামান।
সভায় বক্তারা বলেন, মহান শিক্ষা দিবসের ৫৭ বছর পরেও দেশে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা রেখে একটি জাতি কখনোই আত্মনির্ভরশীল জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাড়াতে পারেনা। প্রতিবছর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী ঝরে পড়ে। আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত কোন শিক্ষানীতি পাইনি। এখনো এদেশে কোন পূর্ন শিক্ষানীতি প্রনিত হয়নি। বরং বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের তৈরি করছে ভোগবাদী ও সুবিধাবাদী হিসাবে। তাই আমাদের লড়াই এখনো থামেনি। লক্ষ্য অর্জিত হবার আগ পর্যন্ত এই লড়াই চলবে।
আলোচনাসভা শেষে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নূর উজ্জামান ও শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকারকে উত্তরীয় পরিয়ে দেন জেলা সংসদের সভাপতি মিঠুন শর্মা ও সভার সভাপতি মান্না খান জনি। পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শূন্যের সার্কাস নামে একটি নাটক মঞ্চস্থ হয়।