লন্ডনে লক্ষাধিক বামপন্থি কর্মীর গণসমাবেশ
লক্ষাধিক বামপন্থী কর্মী, ট্রেড ইউনিয়ন কর্মীর এক গণসমাবেশ ও মহামিছিল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসব কর্মীরা এসে সমবেত হন।
ব্রিটেনের সাধারন কর্মজীবী মানুষের দুর্ভোগ, এনার্জি বিলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ও উন্নত জীবনমান, কর্মপরিবেশ তৈরি এবং ঘন্টা প্রতি কাজের মজুরি বৃদ্ধির দাবিতে এই প্রতিবাদী গণসমাবেশের আয়োজন করা হয়।
গত ১৮ জুন ব্রিটেনের সমস্ত ট্রেড ইউনিয়নের ঐক্যবদ্ধ প্লাটফরম ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) এ কর্মসূচির আয়োজন করেন।
বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিল (বিডব্লিউসি) –ইউকে এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে অংশগ্রহণ করে। অন্যান্যের মধ্যে অংশ নেন সংগঠনের চেয়ারপারসন শাহরিয়ার বিন আলী, সাধারন সম্পাদক সুশান্ত দাশ, সাংগঠনিক সম্পাদক বাবলু খন্দকার, কার্যনির্বাহী সদস্য এবং যুক্তরাজ্য সিপিবি’র সভাপতি আবেদ আলী আবিদ, উদীচী যুক্তরাজ্যের সভাপতি হারুনুর রশীদ, সাইফুল ইসলাম। এছাড়াও অংশ নেন মুশফিক নূর, হামিদা ইদ্রিস, কমরেড কাশেম প্রমুখ।