লকডাউনে কর্মহীন শ্রমজীবী মানুষের খাবার, চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে দাবি করেছেন সিপিবি ঢাকা কমিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, করোনার প্রথম ধাপেও দেখা গেছে লকডাউনে মানুষ না খেয়ে কষ্ট করেছে। পরিবার-পরিজন নিয়ে পথে বসেছে, অনেকে ধার-দেনা করে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে চলে গেছে।
গতকাল (৪ এপ্রিল) রবিবার বিকেলে পল্টন মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির ডাকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, লকডাউনকালে শ্রমজীবী মানুষের মধ্যে সরকারি সহায়তা নিশ্চিতের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেউদ্দিন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, অন্যতম নেতা সাদেকুর রহমান শামীম এবং আবু তাহের বকুল।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে চালের ও তেলের বাজার রেকর্ড ছাড়িয়েছে। গরিব, খেটে খাওয়া মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। নেতৃবৃন্দ অবিলম্বে চাল, তেলসহ দ্রব্যমূল্য কমানো এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি করেন। বক্তারা মুনাফাখোর লুটপাটকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনায় চিকিৎসার নামে কোটি কোটি ব্যয় বলা হলেও সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে করোনা থেকে মানুষ বাঁচাতে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নেতৃবৃন্দ সংগঠনের নেতাকর্মীদের করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।