রাষ্ট্র জনগণকে আত্মহননের পথে ঠেলে দিচ্ছে
সাভারের রিকশা শ্রমিক নাজমুল কাজীর আত্মহননের জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে শ্রমিক সমাবেশ করেছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সমাবেশ থেকে শ্রমিক নাজমুল কাজীর আত্মহননের জন্য রাষ্ট্রকেই দায়ী করে বলা হয়, শুধু রিকশা শ্রমিক, কৃষক বা ছাত্র নয় এ রাষ্ট্র সমগ্র জনগণকেই আত্মহননের দিকে ঠেলে দিচ্ছে।
আজ (০৮ এপ্রিল ২০২২), শুক্রবার, সকাল ১১টায় ঢাকাস্থ পুরাতন পল্টন মোড়ে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলা হয়।
সুমন মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির সদস্য ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রাগীব আহসান মুন্না, রিকশা ভ্যান-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সদস্য আব্দুল হাকিম মাইজভান্ডারি, সংগঠক লিটন নন্দী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের অবসান ঘটাতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র থেকে জনগণ মুক্তি চেয়েছিল। কিন্তু আজ শহীদের রক্তে স্বাধীন হওয়া বাংলাদেশে বৈষম্য বেড়েই চলেছে। বাংলাদেশ রাষ্ট্র আজ বড়লোকের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরো বলেন, রাষ্ট্রের কর্মসংস্থান দেয়ার তৎপরতা নেই, কিন্তু শ্রমিকের কর্মসংস্থান বন্ধে অতি তৎপর। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ নিজের পকেট ভরতে ব্যাটারিচালিত রিকশা আটক করছে। বক্তারা অবিলম্বে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে অসাধু ব্যাবসায়ী ও ধনীদের স্বার্থরক্ষায় ব্যস্ত, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে মানুষের কর্মসংস্থান কেড়ে নেয়ার মধ্য দিয়ে রাষ্ট্র জনগণকে আত্মহননের পথে ঠেলে দিচ্ছে। সমাবেশ থেকে বক্তারা সাভারের রিকশা শ্রমিক নাজমুলের আত্মহননের জন্য দায়িদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন।