রংপুরে সিপিবির দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর জেলার দ্বাদশ সম্মেলন (কাউন্সিল) অনুষ্ঠিত হয়েছে।
কমরেড শাহাদত হোসেনকে সভাপতি ও কমরেড শাহীন রহমানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), রংপুর জেলা কমিটি গঠন করা হয়।
‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো – সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার করো’ এই শ্লোগান নিয়ে ২১ জানুয়ারি ২০২২ সকাল ১০টায় পুলিশ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর জেলার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন উদ্বোধন করেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ ক্বাফী রতন।
জেলা পার্টির সভাপতি কমরেড শাহাদত হোসেনের সভাপতিত্বে ও কমরেড শাহীন রহমানের সঞ্চালনায় সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে উদ্বোধন শেষে পুলিশ কমিউনিটি সেন্টার মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, জেলা কমিটির রিপোর্ট, অডিট রিপোর্ট, কংগ্রেসের দলিলের উপর প্রাণবন্ত আলোচনা করেন বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটি মনোনীত পর্যবেক্ষকবৃন্দ।
নির্বাচনী অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে ২৩ সদস্যের জেলা কমিটি ও দ্বাদশ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত করা হয়।
দ্বাদশ জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড ক্বাফী রতন। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘটে।