রংপুরের ট্রেন দুর্ঘটনায় হতাহত অনেকে
রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে কাউনিয়া জংশনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, সান্তাহার থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন কাউনিয়া জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ) ঘুরাতে গিয়ে ওই ইঞ্জিন ট্রেনের দুইটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে বগি দুইটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অন্তত ১ জন মারা যান।
তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।