যশোরে বাম জোটের কর্মীসভা: ‘লুটপাট ও ধনীকে’র বাজেট প্রত্যাখ্যান
বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ যশোরে অনুষ্ঠিত এক কর্মীসভায় ‘লুটপাট ও ধনীকের’ বাজেট প্রত্যাখ্যান করে “বর্তমানে কৃষক শ্রমিক মেহনতী মানুষের জীবনে যে দূর্বিসহ সমস্যা তার সমাধানে শ্রেণীবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম” বেগবান করার আহবান জানিয়েছেন।
একইসাথে নেতৃবৃন্দ গণতন্ত্র, অসম্প্রদায়িক ও সাম্যের ভিত্তিতে সমাজ গঠনের আহবান জানান।
এছাড়াও নেতৃবৃন্দ দূর্নীতি, লুটপাট বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো, ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাড়ানোর আহবান জানান।
গত ১৩ জুন, বিকেল ৫টায় যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট, যশোর কর্তৃক এ কর্মীসভা আয়োজন করা হয়।
সভায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি কমরেড শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড শফিউদ্দিন কবির আবিদ।
বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে ও কমরেড জিল্লুর রহমান ভিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় স্থানীয় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়ে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন।