ধর্ষণের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের দুই নারী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট মৌলভী বাজার জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজারের চৌমুহনা চত্ত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য, সুবিনয় রায় শুভ।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক এ্যাড. মঈনুর রহমান মগনু, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় সদস্য কবি জাবেদ ভূঁইয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনুমা রুবাইয়াত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর।
সমাবেশে বক্তারা বলেন, এই দেশ যেন এক ধর্ষক তৈরির কারখানা; সারাদেশে নারী নির্যাতন মহামারি আকার ধারণ করেছে, এই মাসে সারাদেশে ১৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ পরবর্তী নারী হত্যার পরিমাণ বেড়েই চলেছে, ধর্ষণের দায় রাষ্ট্র কোনভাবেই এড়াতে পারে না, কারণ বিচারহীনতার সংস্কৃতি এর জন্য দায়ী।
বক্তারা বলেন, সারাদেশে স্বাভাবিক হয়ে পড়েছে ধর্ষণ। মৌলভীবাজারেও ধর্ষণের ঘটনা এখন নিয়মিত হয়ে পড়েছে। প্রতিবাদ আমরা বহুবার করেছি, এই মহামারি ধর্ষণ রোধ করতে হলে প্রতিরোধ করতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, মানুষের সাংস্কৃতিক মানের উন্নয়ন না করে সরকার উন্নয়নের মেগাপ্রকল্প হাতে নিয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য দেশের উন্নয়ন নয়, উদ্দেশ্য লুটপাট করা। অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় যারা যায়, তারা জণগনের মঙ্গলের কাজ করবে কি করে?
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রআ/০১১৬২০২০