মৌলভীবাজারে সিপিবির চা শ্রমিক সমাবেশ
চা জনগোষ্ঠীর ১০ দফা বাস্তবায়নের দাবিতে ‘চা শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠিত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট বিভাগীয় কমিটি।
২২ মে, রবিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলার পৌর জন মিলন কেন্দ্রে এ ‘চা শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। দুপুরে লাল পতাকার মিছিল বের হয় পর্যটন জেলা শহরে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
সমাবেশ থেকে ঐতিহাসিক মুল্লুকে চলো আন্দোলন স্মরণে ২০ মে রাষ্ট্রীয়ভাবে ‘শ্রমিক দিবস’ পালন ও মজুরিসহ বাগানে ছুটি ঘোষণা করাসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
সিপিবি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কমরেড খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, টিইউসি’র সহ-সভাপতি কমরেড মাহবুব আলম, সিপিবি, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুল্লাহ ক্বাফী রতন, সিপিবি, সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন সুমন, সিপিবি, সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, সিপিবি, হবিগঞ্জ জেলার সভাপতি কমরেড হাবিবুর রহমান, সিপিবি, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক কমরেড নিলিমেষ ঘোষ বলু, সিপিবি, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, সিপিবি, সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সিপিবি মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক কমরেড মাসুক মিয়া, সিপিবি, জাতীয় পরিষদ সদস্য ও চা শ্রমিক সংগঠক কমরেড এস এম শুভ ও বিভিন্ন চা বাগানের শ্রমিক প্রতিনিধিবৃন্দ।
এর আগে চা শ্রমিক সমাবেশ সফল করতে লস্করপুর, গিলানী, বেগমখান, চান্দপুর চা বাগানে (চুনারুঘাট, হবিগঞ্জ) সমাবেশ, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার সাটানো হয়। উল্লেখ্য, সিলেটের বিভিন্ন চা বাগাব ও স্টেট থেকে চা শ্রমিকরা সমাবেশে যোগ দেন।
সমাবেশ থেকে বঞ্চিত, শোষিত, উপেক্ষিত চা জনগোষ্ঠীর ১০ দফা বাস্তবায়নের সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।