মে দিবস শ্রমিক-শ্রেণীকে ঐক্যবদ্ধ করেছে –সিপিবি সভাপতি
‘মে দিবস পৃথিবীর সব মানুষকে জাগিয়ে তুলেছে, শ্রমিকশ্রেণীকে ঐক্যবদ্ধ করেছে। যে শ্রমিকরা দাবি আদায় করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের স্মরণে মে দিবসের চেতনা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে’।
চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এসব কথা বলেন।
আজ (১ মে ২০২৩), সোমবার সকালে চট্টগ্রামের হাজারী লেইনস্থ সিপিবির দলীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহ আলম বলেন, পৃথিবীতে শ্রেণী বৈষম্য আজ চূড়ান্ত আকার ধারণ করেছে। একুশ শতাব্দিতে সেটা আরও চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। পুঁজিবাদিরা দেশীয় অর্থনীতিসহ আন্তর্জাতিক অর্থনীতিকে সেদিকে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করছে। তিনি এ-বৈষম্যের বিরুদ্ধে শ্রমিক-শ্রেণীর লড়াইকে বেগবান করার আহ্বান জানান।
সিপিবির সভাপতি আরও বলেন, ৯৬ হাজার কোটিপটি এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত। দেশে ৯৫ শতাংশ ও ৫ শতাংশ মানুষের মধ্যে এখন লড়াই হচ্ছে। এই লড়াই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বেগবান করতে হবে।
শ্রমিকের নূন্যতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে কমরেড শাহ আলম বলেন, অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের আট ঘন্টার বেশি কাজ করানো হয়। বাড়তি কাজ বা ওভারটাইম করালে মজুরির দ্বিগুন টাকা মালিকপক্ষকে পরিশোধ করার দাবি জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর। এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিপিবির সদস্য প্রদীপ ভট্টাচার্য, ফরিদুল ইসলাম, অমিতাভ সেন, শ্যামল লোধ, হোটেল-শ্রমিক মো. শাহজাহান ও যুবনেতা অভিজিৎ বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, মহান মে দিবসে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম। এসময় সিপিবি চট্টগ্রাম জেলার নেতারা উপস্থিত ছিলেন।