‘মেয়েরা শুধু মাতৃগর্ভ ও গোরে নিরাপদ’ –কিশোরীর সুইসাইড নোট
‘মেয়েরা শুধু মাতৃগর্ভে ও গোরে নিরাপদ’। -এটি একটি চিরকুটের (সুইসাইড নোট) বক্তব্য।
ভারতের চেন্নাইয়ে এক কিশোরী ‘আত্মহত্যা’ করার পূর্বে এরকম একটি চিরকুট লিখে গেছেন বলে গতকাল সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।
গত শনিবার চেন্নাইয়ের উপকণ্ঠে নিজেদের বাড়ির একটি কক্ষ থেকে একাদশ শ্রেণির ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
কিশোরীর মৃত্যুর জেরে ২১ বছর বয়সী এক কলেজছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই কলেজছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
মেয়েটির কক্ষে একটি চিরকুট (সুইসাইড নোট) পাওয়া যায়। এতে মেয়েটি লিখেছে, তার স্কুলও নিরাপদ নয়। শিক্ষকদের বিশ্বাস করা যায় না। এমনকি সে স্বপ্নেও মানসিক নির্যাতন দেখতে পেত। এ কারণে সে পড়াশোনা বা ঘুমাতে পর্যন্ত পারত না।
মেয়েটি চিরকুটে লিখেছে, মেয়েদের সঙ্গে সম্মানজনক আচরণ করার বিষয়টি প্রত্যেক মা-বাবাকে তাঁদের সন্তানদের, বিশেষ করে ছেলেসন্তানদের শেখানো উচিত।
মেয়েটির চিরকুটে তিনটি সম্ভাব্য হয়রানির কথা উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে চিরকুটে লেখা হয়েছে ‘আত্মীয়, শিক্ষক, সবাই।’
চিরকুটে আরও লেখা রয়েছে, ‘যৌন হয়রানি বন্ধ করুন।’
‘আমার জন্য ন্যায়বিচার’ দিয়ে চিরকুটটি শেষ করা হয়েছে।
মেয়েটির আত্মহত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। তার চিরকুটের ভিত্তিতে পুলিশ খতিয়ে দেখছে যে মেয়েটি অন্য আরও কারোর দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছিল কি না।
গত কয়েক সপ্তাহে যৌন হয়রানির কারণে তামিলনাড়ুতে আরও চারটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটির ক্ষেত্রে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।