মিরপুরে বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবার
রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে শুক্রবার সন্ধ্যায় লাগা আগুনে বস্তিতে থাকা ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম।
তিনি বলেন, এখানে আনুমানিক ৫০০ থেকে ৬০০ ঘর ছিল। আমরা কিছু ঘর এবং পরিবারগুলো সেভ করতে সক্ষম হয়েছি। তবে আগুনে বস্তির ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকালে চলন্তিকা মোড়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘরই কাঁচা ছিল, ফলে কিছু ঘর দেবে গেছে এবং ঘরের চালা চাপা পড়েছে। তাই ধ্বংসস্তূপ অপসারণে আমাদের সময় লাগছে। ওই ধ্বংসস্তূপের নিচে কোনও ভিকটিম আছে কিনা আমরা সার্চিং করে দেখছি।
তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করেছে। কেউ নিহত হননি, তবে ৪ জন আহত হয়েছেন।
রাজধানীর মিরপুরে রূপনগর থানার পেছনে চলন্তিকা বস্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভয়াবহ আগুন লাগে। পরে রাত সোয়া ১০টার দিকে ২৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।