মধ্যরাতে কির্তনখোলা ১০ ও ফারহান ৯ লঞ্চের সংঘর্ষে ৩ জন নিহত

বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে ফারহান ৯ এর সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১ টার দিকে মাঝেরচরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজন হলেন মাহমুদা বেগম (২২) ও তাঁর ছেলে মোমিন (৬)। মাহমুদা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভান্ডাকাঠি গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত তিনজন হলেন নূরজাহান বেগম (২২), আইফুলা বেগম (৬৫) ও হযরত আলী (৭০)। তাঁদের মধ্যে নূরজাহানের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর নৌপুলিশ স্টেশনের পরিদর্শক মো. আবু তাহের আজ সকালে দুর্ঘটনার তথ্য একতা লাইভকে নিশ্চিত করছেন।