ভাষাসংগ্রামী ডা. সাঈদ হায়দারের প্রয়াণে সিপিবির শোক
ভাষাসংগ্রামী ডা. সাঈদ হায়দারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র থাকাকালেই ডা. সাঈদ হায়দার ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারে। ভাষা আন্দোলনে তাঁর ভূমিকা অনবদ্য। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম যে শহীদ মিনার নির্মাণ করা হয়, সেই শহীদ মিনার নির্মাণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশপ্রেমিক, প্রগতিশীল এই মানুষটির ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি সমবেদনা জানান।