ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ
ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, তুহিন সহ শিশুহত্যার বিচার এবং দূর্নীতি, ক্যাসিনো বাণিজ্য, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছে কয়েকটি প্রগতিশীল সংগঠন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে রাজশাহী শহরের আলুপট্টি মোড়ে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল সংগঠন গুলোর মধ্যে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ যুব ইউনিয়ন ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি ইউ সি) অংশ গ্রহণ করে।
কর্মসূচিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, রজাশাহী জেলা সংসদের সহ-সভাপতি ব্রজেন্দ্রনাথ প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সম্পাদক মন্ডলীর সদস্য সোমা ভৌমিক, রতন ভট্টাচার্য, সদস্য সেলিনা বানু, শান্ত রঞ্জন ভৌমিক, জেলা যুব ইউনিয়নের আহবায়ক মানুন রেজা জুয়েল, মহানগর যুব ইউনিয়নের আহ্বায়ক রবিউল ইসলাম, মাহমুদ হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি ইউ সি) রাজশাহী জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেন, খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য লাবিব, হোসনে আরা, আলো প্রমুখ উপস্থিত ছিলেন।