বুদ্ধিজীবী দিবসে সিপিবির শ্রদ্ধাঞ্জলি
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
সকাল ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিপিবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ।
পুষ্পমাল্য অর্পণকালে নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।