বিনা নোটিশে গার্মেন্ট বন্ধ, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ঈদের ছুটি শেষে শ্রমিকরা এসে দেখে গার্মেন্ট বন্ধ। কোনরকম নোটিশ ছাড়াই গার্মেন্টটি বন্ধ করায় বকেয়া বেতনের দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আলিফ অ্যাপারেলস নামে একটি গার্মেন্টের শ্রমিকরা।
শ্রমিকরা জানান, গত ১১ আগস্ট তারা ঈদের ছুটিতে যান। ঈদের ছুটি শেষে আজ (বুধবার) গার্মেন্ট খোলার কথা ছিল। সকালে এসে তারা গার্মেন্টের গেটে তালা দেখতে পান। গেটে টাঙ্গিয়ে দেওয়া আছে আজ থেকে গার্মেন্ট বন্ধ এমন একটি নোটিশ। এছাড়া গেটে পুলিশ অবস্থান নিয়েছে।

এরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। অবরোধের বিষয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের না জানিয়ে গার্মেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের অন্তত একবার জানাতে পারতো। আমরা বেতন পাইনি, গার্মেন্টের গেটের সামনে ২ ঘণ্টা ধরে বসা অথচ কেউ কোন কথা বলে না। কেউ কোন সমাধান দিতে না পাড়ায় আমরা রাস্তায় অবস্থান নিয়েছি।
শ্রমিকরা বলেন, বিজিএমইএ’র বিধান অনুযায়ী একটি গার্মেন্ট বন্ধের তিন মাস আগে শ্রমিকদের অবহিত করে তাদের পাওনা পরিশোধ করতে হয়। আমাদের বেতন-বোনাসসহ পাওনা টাকা দিতে হবে। এই দাবি পূরণ না হলে আমরা সড়কেই থাকবো।