বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বরগুনার পাথরঘাটা উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন।
নিহতরা হলেন খাশতবক গ্রামের দেলোয়ার হোসেন খান (৪৫), তাঁর ভাই আমজাদ আলী খানের ছেলে রাসেল খান (২৫) ও রাসেলের মা হামিদা বেগম (৫০)।
ওসি জানান, সকাল ৮টার দিকে দেলোয়ার হোসেন খান তার বাড়ির বাগানের একটি সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে বাঁচাতে গেলে প্রথমে ভাতিজা রাসেল ও পরে রাসেলের মা হামিদা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।