বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ (১ এপ্রিল) বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ থেকেই কমরেড ফিরোজ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, কমরেড বজলুর রশীদ ফিরোজ এরশাদ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারারুদ্ধ হন। তিনি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ডাকসু’র সদস্য ছিলেন।
প্রসঙ্গত, বর্তমানে তিনি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কমরেড ফিরোজ এর পূর্বেও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।