বামপন্থি গ্যাব্রিয়েল বরিক চিলির প্রেসিডেন্ট নির্বাচিত
চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি প্রার্থী গ্যাব্রিয়েল বরিক বিজয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কট্টর ডানপন্থি প্রতিদ্বন্দ্বী হোসে আন্তোনিও কাস্তকে পরাজিত করেন তিনি।
গত রোববারের রানঅফ ভোট শেষে গণনা শুরু হওয়ার পর মাত্র দেড় ঘণ্টার মধ্য পরাজয় স্বীকার করে নেন কাস্ত, তখন প্রায় অর্ধেক ব্যালট গণনা শেষ হয়েছিল।
অধিকাংশ ভোট গণনার পর দেখা যায়, বরিক ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং কাস্ত ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।
সংবাদ মাধ্যম বিবিসি’র এক সংবাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ৩৫ বছর বয়সী বরিক চিলির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট, পাশাপাশি তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রাজনৈতিক নেতাদের একজন হচ্ছেন।
সাবেক ছাত্রনেতা বরিক ২০১৯ ও ২০২০ সালে দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে চিলিজুড়ে হওয়া ব্যাপক বিক্ষোভে সমর্থন দিয়েছিলেন।
চিলির পেনসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কার, সাপ্তাহিক কাজের সময় ৪৫ ঘণ্টা থেকে ৪০ ঘণ্টায় নামিয়ে আনা ও গ্রিন ইনভেস্টমেন্ট জোরদার করে এসব অসাম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বরিক।