বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে বিক্ষোভ করেছেন নাসা মেইনল্যান্ড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক আটকিয়ে তারা এ বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারী শ্রমিকরা জানায়, কোনো কারণ ছাড়াই নাসা মেইন ল্যান্ড গার্মেন্টসে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। সেই সঙ্গে বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি। বকেয়া বেতন এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বুধবার সন্ধ্যাতেও তারা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। আজ সকালেও তারা রাস্তায় নেমেছেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিয়েছেন।
এদিকে শ্রমিকরা গার্মেন্ট মালিকের সন্ধান চাইছেন। মালিককে পাওয়া যাচ্ছে না। তার নির্দেশেই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারী শ্রমিকরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ফজলুল হক জানান, বুধবার রাতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। সেই সময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যায়। সকালে আবারও তারা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।